শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৬২

দারুণ চক্ষু কথা শুন না।
পরের কথায় পর তালাশ, নিজের অভাব দেখলে না।।
মন রে, সোনা যেমন চক্ষু থুইয়া, পরের কথায় অন্ধ রইয়া।
বিফলেতে দিন কাটালে গুপ্ত রত্ন চাইলা না।।
মন রে, হায় রে চক্ষু কথা ধর, অমর হওয়ার ঔষধ কর।
একবার দেখিলে রত্ন আর ত জ‍্যোতি মরবে না।।
মন রে, ভিক্ষার ঝুলি স্কন্ধে করি, দাড়াইয়াছি রাহিম বাড়ি।
দিদারের ভিক্ষা লইয়া ঝুলনা সিদ্ধি কর না।।
মন রে, জোলেখার মাশুক ইউসুফ ছিল, মাশুক পাইয়া জোয়ান হইল।
তোমার মাশুক আপন ঘরে, ফাঁকে পইড়ে ছাইড় না।।
মন রে, ভিক্ষা দাতা দয়াল গণি, কোরআনেতে আছে বাণী।
এই দরবারে ভিক্ষুক কেহ না উম্মেদ হইছে না।।
মন রে, মোস্তফা মুরতজা, খাতুন বিবি ফাতেমা।
হাসান হোসেন শহীদানের হক্কে চক্ষু খোল না।।
মন রে, কারবালার মাজলুম আনি, কোররাতুল আইনান জানি।
বাহক্কে কারবালা চক্ষু খোলে দর্শন কর না।।
আবদুল আযীয দুকূল হারা, পড়ে গেল পাগল পাড়া।
মাশুক বাজার থাকি সদা, মুখ চাইয়া রই বাসনা।।