অ মন, হুশিয়ার হইয়া রইও রে, মন হুশিয়ার হইয়া রইও।
দিল দরিয়ার প্রেম তরঙ্গে কুম্ভীর ধইরা খাইও।।
মন রে, নীল কাঁচের চশমা চক্ষে যদি তুমি রাখ, মনরে যদি তুমি রাখ।
সে কারণে সারা জগৎ নীলা না বুঝিও।।
মনরে, এশকানলে যার জামা জ্বলে হল ছাই রে, মন জ্বলে হল ছাই।
মায়াজাল হইতে জুদা নির্দোষী জানিও।।
মনরে, থোরা থোরা পানি সিট মায়া অগ্নি পরে, রে মন, মায়া অগ্নি পরে।
তবে নার নূর বনিয়া যাইবে মানিও।।
মনরে, আবদুল আযীয নারিল্লায় নিত্য জল ছিটিয়া রে মন, নিত্য জল ছিটিয়া
তৌহিদপুরে বাঁশির টানে কীর্তনে জানিও।।