শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৭৪

বন্ধুরে, বল না তাঁর পরিচয়।
পরের মাথায় লবন রেখে, কুল খাইলে কি ধর্ম হয়?
'আলা কুল্লে শাইঈন কাদির' কোরআনেতে হল স্থির।
মন্দ ভালর ভাগী পরে, ইহা কি অধর্ম নয়?
'আল তাকদিরু লা ইয়া রদ্দু' নবী ছাবের বাক‍্য শুদ্ধ।
নির্বন্ধ লেখকের হাতে, কার কলমে লেখা হয়।।
নিজেকে নিজে পর সাজিয়া, তিন তাসের খেলা জুড়িয়া।
ফাঁকতালে ঘুরিয়া সদা, এ কি ধর্মের বিধান হয়?
বদলা বিহীন দাতা নামে, পুণ‍্যের বদল স্বর্গধামে।
স্থান করিব বলিয়াছ, ইহা কা বদল নয়?
পাপের বদল শাস্তি হলে, জাহান্নাম বানাইলে।
ভয় দেখাইয়া পূজা লইলে, ধর্মকথা কোথা রয়?
তোমার বাহানা দেখে, লাগল ধান্ধা আমার চক্ষে।
নানা রঙ্গে রং দেখিয়া ঠারে রসিক পাগল হয়।।
বদলা বিহীন দাতা সত‍্য, প্রেমে যারা হইল মত্ত।
পাইল ইহার তত্ত্ব, আবদুল আযীযে কয়।।