শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১১৬

মন তুমি কেন উচাটন।
কালামুল্লার উনষাইট তফছির করেন আলেমগণ।।
আট কিছিমের লোগাত আছে আরবের কালাম।
জাহিরীতে মানি করে সত‍্যের আলেমগণ।।
মুর্শেদের খেদমতে পাবে বাতেনের খবর।
ইঙ্গিতে বলিয়া দিলেন নবী দোজাহান।।
আদমপুরে করছে লীলা আপে পরোয়ার।
দিল দর্পন সাজ রাখিলে খুলবে দু নয়ন।।
আবদুল আযীয ভাও বুঝিয়া আদমপুরে রয়।
দিল দর্পন সাজ করিয়া সর্বদা চেতন।।