আর কতকাল রবে তুমি অবুঝ মহলে। অবুঝের খেলা দেখে কেন রইলে কৌতুহলে।। যে মহলে বুঝ নাই, ভ্রমর অলি কোথা পাই। তরঙ্গে কি বাগান ফলে, দেখ বসে বুঝ মহলে।। আবদুল আযীয দিশা পেয়ে, অবুঝ মহল ত্যাগ করিয়ে। মাটিতে বাগিচা করে ফুলের মধু খায় বুলবুলে।