শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৮০

কে কে দেখবি আয় রে তোরা, কে কে দেখবি আয়।
প্রেম সমুদ্রে জগৎ বানায়, বাজীকরের মায়।।
ভেলকি বস্ত্রে সেজে পরে, বহু রঙ্গে রূপ ধরে।
জাহেরে বাতেনে সদা ঘুরিয়া বেড়ায়।।
মন্ত্র পড়ে বিজয় মনি, জনক করিল স্বামী।
রূপান্তরে গর্ভে রাখে ত্রিভুবনের রায়।।
দিন রজনী সারা বেলা, মায়ের পদে রেখে গলা।।
সাধু জনে করে লীলা মায়ের কৃপায়।।
না জানিলে না বুঝিলে, সাধন হবে কিসের বলে।
স্তরে স্তরে সাউদের মেলা, আবদুল আযীয গায়।।