জগৎ ঘুরে দেখলাম আমি, আমার জায়গা কেউ করেনা।
বন্ধু তুমি আমায় ফেলে দিও না।।
বন্ধুরে, তোমার সাথে যখন দেখা, তখন আছিনু একা।
বন্ধুরে, প্রেম বাঁশির সূচনাটা তোমা হতে ঘটনা।।
বন্ধুরে, শিখাইয়া বাঁশির খেলা, আর কোথা করিবে মেলা।
তুমি আমি এক মন্দিরে, তোমায় ছেড়ে রব না।।
বন্ধুরে, তোমার সাথে প্রেম করাতে, ফুল তুলিবা বে-নাম হাতে।
কলঙ্ক ফুলের মালায়, আমার হল সাজনা।।
বন্ধুরে, মীনে জলে দোস্তী করে, সদা থাকে একম ঘরে।
আবদুল আযীয হেন মতে, তোমা বিনে বাঁচে না।।