শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৩১

মন মাঝি তোর বৈঠা নে রে, আর আমি বাইতে পারি না।
ঢেউয়ের বাড়ি, ঢেউয়ের ঘর, ঢেউয়ের কারখানা।
ঘোর তুফানে উঠল ঢেউ, বৈঠায় ত হাইল ধরে না।।
বাহাত্তর দরিয়া তেহাত্তর নদী, এক দরিয়ার পথ নাজাতি।
নাজাত পথে বিষম ঢেউ, বৈঠা ত আর মানে না।।
তোমার বৈঠা তুমি ধর, আমায় এখন অবসর কর।
তোমার বৈঠা তুমি রাখ, আমার ভয়ে প্রাণ বাঁচে না।।
পথ দেখাইতে আছে যারা, বুঝলাম তারা মতি হারা।
কাহার মতে ধরব বৈঠা, মতে ত মত মিলে না।।
প্রেম দরিয়ার পথ সোজা, আব হায়াতের আছে মজা।
তোমার বৈঠা তুমি নিয়া, নৌকা সোজা রাখ না।।
আবদুল আযীয ভেবে কয়, প্রেম সমুদ্র সোজা নয়।
এই সমুদ্রে নৌকা নিলে জাতি কুল মান থাকে না।