মানুষ নহে যেমন তেমন।
মানুষে মানুষ রহা অমূল্য সাজ এই ভূষণ।।
মানুষে মানুষে খেলা, এতে আছে প্রেমের মেলা।
বুঝতে পারে রসিক যারা, মানুষেতে আছে কি ধন।।
মানুষ বেশে আছে যারা, সব থুইয়ে সে সবই ছাড়া।
মীন যেমন জলে বাঁচে, জল খাইলে মীনের মরণ।।
পাপ পুণ্য যত ইতি, মানুষের কি আছে স্থিতি।
ছুরতে মানুষ রইলে চরিত্রে নাই পাপী জন।।
রূপে গুণে এক থাকিলে, আসল মানুষ তারে বলে।
আসল নকল না বুঝিলে হারাল মানুষ রতন।।
আবদুল আযীয ভূষণ রেখে, সদা মনে শান্তি থেকে।
মানবগঞ্জে করে খেলা নিয়ে মানুষের ভূষণ।।