মন, গেল না তোর ভুলের ব্যারাম।
শুদ্ধ হেকিম তালাশিয়া, চিকিৎসার কর আঞ্জাম।।
মন রে, 'কাদ আফলাহা মান তাজাক্কা' কোরআনে করিলা দেখা রে
তাহা বিনে নাহি রক্ষা, তালাশ কর সেই অনুপান।।
মন রে, 'জাকারাছমা' অনুপানে, 'ফাছাল্লা' হয় পরিণামে রে
দেখ কুমিল্লা মোকামে, হেকিম এক নিরূপম।।
মন রে, সেই হেকিমের কৃপাগুণে, 'মান আরাফা'র সন্ধান জেনে রে
ভুলের ব্যারাম অবসানে, একবারে হয় নিস্কাম।।
মন রে, 'আল্লাহুছ ছামাদ' জানি, 'লিল্লাহে' আয়াত শুনি রে
ভুল ব্যারামের টানা টানি, তোতা মিয়ার নাই আরাম।।
মন রে, আবদুল আযীয কেবলা কাবা, দূর করিল মনের শোভা রে
সেই চরণের পাইয়া আভা, তোতা মিয়া অধর ধাম।।