শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৩

যথায় তথায় প্রেমিক নাই ।
'আছলে বেছাল' না হইলে, সেই প্রেমিকের মূল্য নাই ।।
ইব্রাহিম নবী প্রেমের দাবী করিল যখন,
অগ্নিতে পরীক্ষা নিয়া দেখল তাহার অন্য নাই ।।
পুত্রের কোরবানী ছলে, মিনার চূড়াতে তুলে,
দেখল প্রেমে স্থির আছে, একটু হেলে নাই ।।
প্রেমিক বলে টিকে গেল, ইসমাইল বহাল রইল,
ত্রিজগতে স্মৃতি রইল, খলিলউল্লা পদ পাই ।।
আবু বকর আছহাব ছিলেন, হিজরত কালে কি করিলেন ?
পর্বতের গুহায় গিয়া যখন ছিলেন লুকাই ।।
প্রভুর মাথা রানে রাখি, শুইতে দিলেন হইতে সুখি,
গাড়ার চতুর্দিকে তখন বহু ছিদ্র পাই ।।
মাথার পাগড়ি খুলে নিল, চিরে চিরে বন্ধ করিল,
একটি ছিদ্র বাকী রইল, বন্ধ করিবার কিছু নাই ।।
যদি সর্প এই পথে, এসে পড়ে এই গর্তে
প্রভুর গায়ে নেস মারিলে আমার উপায় নাই ।।
কেমন প্রেমিক ছিল, ছিদ্র পথে পা রাখিল,
মারুক আমায় সাঁপে চঙ্গল, প্রভুর রক্ষা চাই ।।
ছিদ্র পথে সাঁপ আসিয়া সকল রাস্তা বন্ধ পাইয়া,
চঙ্গল মারে তাঁহার পায়ে ছিদ্র-পথে পাই ।।
বিষে অঙ্গ ঝর ঝর, চোখের পানি সরবর,
ফোঁটা পড়ে নবীর মুখে জাগেন চমক খাই ।।
আবুবকর প্রেমিক হইল, 'ছিদ্দিক' উপাধি পাইল,
ত্রিজগতে স্মৃতি রইল খেলাফত পাই ।।
আরবের দুলহা যিনি, আনন্দে মাতিয়া তিনি,
ছিদ্দিকেরে সর্ব অগ্রে দিলেন বাদশাই ।।
আবদুল আযীয স্থির মনে, থাক সদা প্রেম-বাগানে,
প্রেম-সুধা পানে সদা মগ্ন রওয়া চাই ।।