বন্ধু রে! কি ভাও ছিল গোপনে,
তোর সনে ঐ বনে নির্জনে।।
আলেফ লাম মীম যথা, আয়না মা কুনতুম তথা রে
অহুয়া মা আকুম শুনিলাম তোর জবানে।।
অলাস্তু বে রব্বেকুম, 'লায়ছা' বলা অতি জুলুম রে
সেই কারণে 'বালা' বণী, বন্ধুতার কারনে।।
সম শক্তি না থাকিলে, বন্ধুতার সাধ কিসে মিলে রে
খোজা লোকে রতি খেলা, হলাহল সমান জানে।।
গুপ্ত কথা ব্যক্ত হলে, কলঙ্ক এ ভূমণ্ডলে রে
সেই ফাঁকেতে অবুঝগণে, থাকে অঘোর কাননে।।
তোতা মিয়া নাম রাখিয়া, মানবরূপে সাজাইয়া রে,
জগৎপুরে আটকাইয়া খেল হৃদয় উদ্যানে।।