দেখতে আজব লাগে, দেখতে আজব লাগে।
রং-বেরঙ্গে করছে খেলা, খণ্ডে খণ্ডে ভাগে ভাগে।।
হার অজুদ হুকমি রাখে, আপনি কেীশলে থাকে।
শ্রেণী ভেদ না বুঝিলে, রবে জিন্দিকের ভাগে।।
'আফাক আনফুছ' মাঝে, নিজ রং রাইখাছে সেজে।
এই ভেদে সেই ভেদে জোড়া, কার তামাশা কে বা দেখে।।
অন্ধ শিকারী সাজিলে, তাঁর তীরে কি শিকার মিলে?
অন্ধ দোষে ঘুরে এসে পড়তে পারে নিজের ভাগে।।
কলের লেখার ভুল ধরিয়া, এছলা তছদীক না করিয়া।।
ব্যক্তিগত কাফের বলে, রইল নাবালেগের ভাগে।।
শরীয়ত ও তরিকত, হাকিকত ও মারফতে।
কামালিয়াত প্রাপ্ত হইলে, হিংসা গোস্বা কোথায় থাকে?
খোয়ে শয়তান, খোয়ে কুত্তা, খোয়ে খিঞ্জির, খোয়ে ফেরেশতা।
কোন স্বভাবে কামেল হইলে, রবে মানুষের ভাগে।।
আবদুল আযীয আপন হারা, হাসতে হাসতে হল সারা।
নাবালেগের খেইল দেখিয়া, রইয়া গেল নিজের ভাগে।।