শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৯৯

রব আমি কেমনে ওগো মন, রব আমি কেমনে।
আশায় আশায় দিন কাটিল শাদীর তারিখ কোন দিনে।।
বইরাতী সাজছে যারা, পঞ্চতীর্থের সাধু তাঁরা।
আমি পিনু পঞ্চ সুরা রুনামায়ী কার গুণে।।
বিদেশী প্রবাসী যারা বরিয়াতী হবেন তারা।
স্বার্থাভাবে আত্মীয়গণ কান্দবে অঝর নয়নে।।
শাদীর তারিখ আছে জারি, তৈয়ার হওনা তাড়াতাড়ি।
দুলহার বিড়ম্বন ঘটে, অভাব থাকলে সেই দিনে।।
আবদুল আযীয আত্মহারা, শাদীর তারিখ পেতে তাড়া।
আজকাল করে দিন কাটিলে, মানে না আর পরাণে।।