এখন হবে কি উপায়, জীবনে জীবন রইয়া পড়লাম জেলখানায়।
জীবনের জীবন যিনি, সকল শাস্ত্রের একই বাণী,
নির্দোষেতে দোষী হইয়া কয়েদখানায়।।
ইউসুফ নবী পড়ল জেলে, জোলেখার চক্রান্ত মূলে।
স্বপনের এলেম গুণে মুক্ত পাওয়া যায়।।
আবদুল আযীয বলে, লাদুনী এলেম হলে।
অর্থ বুঝে জেল ভুগিলে মুক্ত জীবন হইয়া যায়।।