শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১১

মন রে আমার, সৃষ্টি কৌশল তত্ব কিছু করিব প্রচার ।।
মন রে আমার, 'আফাক আনুফুছ' নামে দুইটি দেশ আছে,
'ক্ষুদ্র বৃহৎ' বাংলা নামে মশহুর হইয়াছে ।
ক্ষুদ্র মানি বহির্জগৎ দেখ বিদ্যমান ।
অন্তর্জগৎ বৃহৎ বলে আছে ত শুমার ।।
মন রে আমার, ক্ষুদ্র যত বস্ত দ্বারা হইয়াছে সাজানো ।
তত বস্তু বৃহৎ দেশে দেখিতে পাইনু ।।
মানব দেহ বহির্জগৎ তাছাওয়াফ সন্ধান ।
অন্তর্জগৎ জান হেকমতের কারবার ।।
মন রে আমার, দেহ দেশে কোন বস্তু দুর্বল হইলে ।
অন্য বস্তু সবল হইয়া অত্যাচার করিলে,
ইহাকে বিমার বলে ডাক্তারী এলেমে ।
ক্ষুদ্র দেশের বস্তুর সাহায্যে ঔষধ তাহার ।।
মন রে আমার, আর এক এলাজ তার কেহ কেহ জানে,
জানের দেশ হতে দাওয়া তাহার কারণে,
তাবিজ কবজ ঝারা ফুঁকি এলমে জফর মূলে ।।
খোদাই তত্বের কথা নাহি তার ভিতর ।।
মন রে আমার, বৃহৎ দেশের অভাব জান অপ্রেমিক হওয়া ।
খোদার নিকটে থাকে এই বিমারের দাওয়া,
কামেল মুর্শেদ জানে ইহার এলাজ ।
খেদমতে হইলে রাযী দেখিবে বাহার ।।
মন রে আমার, ভ্রমণ করিলে তুমি অবাক হইবে,
প্রেম বাগানে অমর সুধা তখন পাইবে ।
ভুলেতে পড়িয়া হায় হায় না করিবে আর ।
ভুল বিমার সারাইবে মুর্শেদ তোমার ।।
প্রেম সুধা পান করিলে দেখবে চমৎকার ।
মুর্শেদপুরে সুকৌশলে প্রেমের বাজার,
নানা রঙ্গে সাজিয়াছে বহু রঙ্গের খেলা ।
আবদুল আযীয মজে রইল সে খেলা মাঝার ।।