সই গো পিরীত করা হল যন্ত্রণা।
পিরীতি পরম বস্তু, অ-প্রেমিকে বুঝে না।।
সখি গো, স্বর্গ মর্ত্য পাতালাদি, পিরীতিতে সৃজে বিধি,
দেখ তাতে কত কারখানা।
জীবদেহ বানাইয়া, নর মাদা ভেদ করিয়া,
প্রেম খেলা খেলে রব্বানা।।
সখি গো, হেজা বয়জা গেজা হতে, সৃজিলেক সৃষ্টি জাতে
দেখাইল পিরীতির বাহানা।
পিরীতির ফান্দে পড়ি, কত শত নর নারী
আত্মহারা হইল দেওয়ানা।।
সখি গো, মনসুর হিল্লাজ পিরীতি করি, তত্ত্বকথা ব্যক্ত করি
শূলি পরে পাইল যাতনা।
শামছে তাবরিজ প্রেম করিল, আপন চামড়া খুলে দিল
পিরীতিতে এত লাঞ্ছনা।।
সখি গো, পিরীতি বিষম জ্বালা, আগে দুঃখ পাছে ভালা
তোতা মিয়া তাহা বুঝে না।
পড়িয়া দুনিয়ার ফেরে, দিবা নিশি সদা ঘুরে
পরকালের নাই ভাবনা।।