শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৬৪

শুন বাছা কালামের কথা।
যে কথা শুনিলে পরে, ছেরকুশে পায় মনে ব‍্যথা।
কালামে জুজ কালামে কুল, আরবী এলেমের বোল।
কুল আকুল, কালামে আছে, সৃষ্টি তত্ত্বের মূল যথা।।
সৃষ্টিমূল যে কালামে, পূর্ণ আছে অসীম নামে।
নামে নামে গুণ প্রকাশে, 'জুজ কুল' কালামের প্রথা।।
জুজ কুলের আলিম যারা, বাহাছ ফাছাদ ঘটায় তারা।
'কুল আলকুল' কালামের খবর, সাধন বিনে বুঝবে কোথা।।
'কুল আলকুল' কালামের সাথে, যে সাধিল মোর্তবাতে।
ফানা বাকায় ঘুরে সদায়, পাপ পুণ‍্য রহিবে কোথা।।
আবদুল আযীযে কয়, সাধনে হয় মহাশয়।
জুজ কুলের বন্ধুগণে, ভুগে শুধু মনে ব‍্যথা।।