শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৬১

হায়রে বন্ধুর বেনা কাবা, নির্মাণকারী খলিলউল্লা জবিহুল্লার বাবা।।
তিন শত ষাইট ভূত তদান্তরে মোবাহ।
বাহিরে তিনশত ষাইট সাত শত বিশের আবা।।
কাবা মসজিদ হল ভূতের আশ্রম।
লা শরীকের গৃহ মধ‍্যে কাহার সেজদা সেবা।।
জলিলের দুই হস্তে বনে আদম তন।
'খালাকতু বে ইয়াদাইয়া' ফোরকানেতে শোভা।।
জলিল খলিল দুস্তি হল এশকবাজীর ছলে।
সম্মান দানে বন্ধুর বেনা মুছল্লির কাবা।।
'লিল মালায়েকা তেছজুদু লে আদামা' হুকুমে রব্বানী।
জলিল বেনা কালেব আদম এবাদতের কাবা।।
কাবার দিকে হইয়া সেজদা খলিলের পিরীতে।
মুছল্লিগণের সেজদা সম্মুখে সেই কাবা।।
কাবার দিকে সেজদা হল তাজিমের কারণ।
এবাদতে সেজদার জন‍্য কালেব আদম কাবা।।
মুছল্লির জায় সজুদ মসজিদে সুন্দর।
আশেক আরেফের কেবলা কালেব আদম কাবা।।
গোল না ভেঙ্গে আরেফ হওয়া কভু সম্ভব নয়।
আবদুল আযীয দেখে ধন্ধ ভেঙ্গে গেল আবা।।