মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৩৭

পাইতাম যদি ওহে বন্ধু দুঃখীয়ার প্রাণ।
ভক্তির সাবান মাখি, অশ্রুতে করাইতাম স্নান।।
বন্ধুরে, তোমা প্রেমে উদাসীন, নাহি টুটে রাত্রিদিন
দণ্ড মোর মাসের সমান।
দিনেতে বৎসর যায়রে, করিতেছি অনুমান।।
বন্ধুরে,নিচুপে মুদিলে আঁখি, তোমা রূপের ঝিকিমিকি,
বিচলিত থাকে দুই নয়ন।
দেখি দেখি দেখি যেন রে, চমকি উঠে পরাণ।।
বন্ধুরে, আর আমায় দিও না জ্বালা, অহে বন্ধু আযীয কালা
দাসের প্রতি কর না ধেয়ান।।
পিঞ্জিরা করেছি হিয়া রে, আমার প্রাণের প্রাণ।।
বন্ধুরে, এ দেহ পিঞ্জিরা মূলে, প্রাণ পাখি না থাকিলে
কিবা হাল কর অবধান।
আর কত বুঝাব বন্ধু রে, তোতা মিয়া ক্ষুদ্র জ্ঞান।।