মন রে মহা মতি
অলক্ষিতে থাক তুমি নিরাকারে গতি।।
কলবে কলবে ঘুর ভ্রমণকারী নাম ধর
অন্তরেতে অন্তর্যামী, স্বরূপ আকৃতি।।
'কুল্লু শাইঈন হালেক' যবে, তুমি বাকা থাক তবে
'ইল্লা অজহা' ঠার দিয়াছ, অনন্ত বারতি।।
যে বুঝেছে এই ঠার, জন্ম মরণ নাহি তার
অনাদি অনন্ত সেই আশ্চর্য মুরতি।।
তোতা মিয়া এই ঠারে, আঠার হাজার ঘুরে
ফানা বাকার পেচে পইড়ে, জগৎপুর বসতি।।