শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৮৬

রং বরঙ্গে আল্লাহ তায়ালা।
খাওয়া পরা যত ইতি, বিনামেতে ভবের খেলা।।
শয়নে জাগ্রণে আল্লাহ, সর্ব স্তরে করে লীলা।
আমায় বলি বলতে আল্লাহ, ছেড়ে ভবে দিলের ময়লা।।
শাস্ত্রে গ্রন্থে যতই বোল, লেগে গেল গণ্ডগোল।
প্রাণে তনে আল্লাহ রসুল, গণ্ডগোলে মাতোয়ালা।।
আবদুল আযীযে কয়, স্ব-সাধনে মহাশয়।
তিন তাসের খেলাতে মেলা, সকল দেশই প্রেমের মেলা।।