হায়রে হায়াত মউত রাই।
একই রাজ্যে দুইজন থাকে, কারো বিরাম নাই।।
হায়রে, প্রেমিক গণে ভেদ করিয়া রক্ষা করে প্রাণ।
নয়ত জীবনের মূল্য হয়ে যায় ছাই।।
হায়রে, কাম সমুদ্রে হাঙর কুম্ভির যুদ্ধের ময়দান।
কামেল ব্যাক্তি জয়ী হইয়া প্রেম সমুদ্রে রই।।
হায়রে, প্রেম-সমুদ্রে সদানন্দে বাজে মোহন বাঁশি।।
নর্তক নর্তকী নাচে ইন্দ্রদেব পাই।।
হায়রে, অমর হতে চাও যদি প্রেমিক সওদাগর।
কাম সমুদ্র দিয়া পাড়ি, খেলতে থাক লাই।।
হায়রে, আবদুল আযীয বলে বাছা, সদানন্দ মতি।
প্রেম সমুদ্রে লাই খেলিবে, খোদ গোপনে রই।।