শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৬৮

কুদরত মহলে আছে অচিনা এক মহাজন।।
মুণি ঋষি চিনে তাঁরে, অরসিকের বিড়ম্বন।।
জীবনে জীবন মিলিয়া, নিজ কুদরতে জারী হইয়া।
ছুরত বদল করে পূর্ব গঠনের মতন।
প্রেমিকগণে বুঝে ঠারে, যেয়ে তারা মুর্শেদপুরে।
অচিনাকে চিনা করে, মুর্শেদের কৃপাধন।।
চিনিতে পারিল যারা, পাপ পুণ‍্য গেল সারা।
আমলনামা পাছ করিয়া অমরাপুরে গমন।।
আবদুল আযীয দেখে বাকা, না পেরে অচিনা থাকা।
অমরা পুরেতে সদা বিরাজ করে শান্ত মন।।