শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৮১

শিখাইয়া দাও তুমি মোরে কেমন করে রব ঘরে।
প্রদীপ ছাড়া ঘরের ভিতর শত্রু যেমন নড়ে চড়ে।।
ঘরের ভিতর রিপুর মেলা, করে তারা খেলাধূলা।
আমার মাথে ফেলে বালা, যাবে তারা নিজে সেরে।।
প্রাণ প্রিয়া যে ঘরে নাই, ভাল মন্দের পূর্ণ ঠাই।
ভাল লাগে স্বর্গ মিলে মন্দেতে নরকে পড়ে।।
হৃদয়পুরে আছ তুমি, ঘরেতে আইনের খনি।
ভালবাসায় আইন থাকিলে কেন থাক গুপ্তপুরে।।
জিকির ফিকির তাদিল আরকান, পঞ্চ খাম্বায় গৃহ নির্মাণ।
ইহাতে মজিয়া রইলে দু-দেলাতে পড়ি ফেরে।
'ইয়ানজুরু ফি কুলুবেকুম' আছে বন্ধুর এই হুকুম।
হৃদয়পুরে না রাখিলে বন্ধু নজর কোথায় করে।।
অন্ধ বিশ্বাসী যারা, ঘরে রইতে পারে তারা।
চক্ষে দেখি কাল সর্প, ধরব আমি কেমন করে।।
আবদুল আযীয মাতোয়ারা, হয়ে পড়ে গৃহছাড়া।
প্রিয়া যথা রহে তথা, যা হবার তা হবে পরে।।