শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৭৭

ছল চাতুরী ধর্ম হইলে অধর্মেতে আছি কি?
বন্ধুরে, কে বুঝবে তোমার চাতুরী।।
বন্ধুরে, গন্দম খাইতে মানা কর, পুনঃ ডেকে তারে ধর।
তিনশত বৎসর কান্দাকাটি ধোয়ার ছল করি।।
বন্ধুরে, অমিলনের ছলনাতে, জ্বলে পুড়ে আরফাতে।
আশেক মাশুক মিলন কর পাপমুক্ত করি।।
বন্ধুরে, আবু জাহেলকে মন্ত্র দিয়ে, বন্ধের বাড়ি বের করিয়ে।
ছিদ্দিকরূপে সাজাইলা বন্ধের ছাওয়ারী।।
বন্ধুরে, মদীনা রওয়ানা হইল, মাকড় জালে ডিম পাড়িল।
বুঝবে নবী গর্তে নাই, তোমার সব কারিগরী।।
বন্ধুরে মক্কার লোকের সঙ্গে গিয়া, ওহুদেতে জঙ্গ লাগাইয়া।
বন্ধুর দন্ত শহীদ কর ঝাঞ্ঝেরী তনু নূরী।।
বন্ধুরে কখন বাদশা কখন ফকীর, কখন গরীব কখন আমীর।
কখন বেহেশত কখন দোজখ, তব রূপ জারী।।
বন্ধুরে, তোমার খেলা তুমি কর, আমার নামে দোষ ধর।
বুঝলাম আমি আমি রইলে বিপদের কাচারী।।
বন্ধুরে, তোমাতে আমাকে দিয়া, আমি গেনু বদল হইয়া
রইনু আমি তুমি হইয়া আমায় ত‍্যাজ‍্য করি।।
বন্ধুরে, আবদুল আযীয দুকূল হারা, পড়ে গেছে পাগল পাড়া।
তুমি বিনে সবই ছাড়া, তোমার ফান্দে পড়ি।।