হায়রে খোদা হায়।
গুপ্ত রসে মন মাতিল থেমে থাকা দায়।।
মাশুক মেলা দেখতে যাওয়া, নবী সাবের রায়।
মেরাজ কালে রং খেলিলেন নবী মোস্তফায়।।
মোসলেম কাবা মক্কা হইতে নাছারা কাবায়।
এক রাত্রে অল্প সময় জেরুজালেম যায়।।
মেরাজ শরীফ নাম রাখিলেন মোসলেম শরায়।
জমিনে চলিয়া গিয়া দিদারের রাহায়।।
মসজিদে আকছার কথা কোরআনে ফরমায়।
তৎপরের বৃত্তান্ত যত নবী সাবের রায়।।
আদমের ছুরাত খোদা খোদাই লীলায়।
মুরিদের কালেব কাবা কলেমার সায়।।
মুর্শেদ দরবার আকছা, দলিলের কথায়।
মুরিদ লায়েক হইলে মেরাজ করায়।।
পনেরো আনা কোরআন দেখ যার মনে চায়।
আবদুল আযীয মম বাসে, দিন কাটাইয়া যায়।।