শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৩৬

অ মন, চিননি জিকির কেমন ধন।
জিকির সাধন করতে জানলে অমর জীবন।।
আল্লার জিকির করে, আছমান জমিন পরে।
জামাদাত ও নাবাতাত হায়ওয়ানাত গণ।।
হায়ওয়ানাত অন্ত পাতে, মানব জীবন তাতে।
নাতেক বলে জারী আছে কিতাবের লিখন।।
কুরআনেতে লিখা আছে, 'ইউছাব্বেহু লিল্লাহে
মাফিছ ছামাওয়াতে অমা ফিল আরদে' বুঝে দেখ মন।।
এই আয়েতের মানি হতে, জানা গেল ভাল মতে।
সারা সৃষ্টি জিকির করে, খোদার প্রমাণ।।
খোদে আল্লা প্রমাণ করে, সকলে জিকির করে।
তবে কেন আমর নীহি, শরীয়ত বিধান।।
আছমান জমিনে যারা, তারা কি আমাকে ছাড়া?
ইহার মধ‍্যে কি ভেদ আছে, করছ নি সন্ধান।।
ইহার মধ‍্যে যেই ভেদ আছে, পাইবে মুর্শেদের কাছে।
কামেল মুর্শেদ না পাইলে বৃথা এ জীবন।।
কামেল মুর্শেদ ঘটে যদি, ইঙ্গিতে হইবে সিদ্ধি।
শরীয়তই মারফত, বুঝিবে তখন।।
জিকির মানি স্মরণ করা, কাহার স্মরণ কেবা করা।
'ফাজকুরুনী আজকুরুকুম' বুঝিলে সাধন।।
আবদুল আযীযে কয়, বেলা থাকতে চলতে হয়
অসময়ে ধরলে পাড়ি, কঠিন হবে আয়োজন।।