শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২৮

আমি জগতে লোক পাইলাম না।
সময় থাকতে ভাবে মিলল না।।
অ মনরে, প্রাণে বড় দয়া ছিল, লোক অভাবে রহিত রইল।
মনের কথা মনে রইল, খরিদ্দার মিলল না।।
অ মনরে, এই দেহের বাড়ি কই, পুনঃ ফিরে কোথায় রই?
এই খবর না জানিলে মুর্দা লোকের তুলনা।।
অ মনরে, জিন্দা হইলে আর মরেনা, মুর্শীদ বিনে কেউ জানেনা।
'আছলে বেছাল' না হইলে জীবনের মূল রইল না।।
অ মনরে, ভাদ্র মাসের বৃষ্টির মাঝে, রহমতের মেঘ হয় এক রোজে।
ব্যাঙে পাইলে মানিক ফলে, সাঁপেতে লাল ঘোষণা।।
অ মনরে, হরিণে সেই বৃষ্টি পাইলে, মেশক ফলে নাভিমূলে।
হস্তিতে সেই মেঘ পড়িলে দন্তে মুক্তার সৃজনা।।
অ মনরে, বুঝলাম পশুর এলেম আছে, রহমতের মেঘের আশে।
বকের মত চেয়ে থাকে, কৃপা বৃষ্টির বাসনা।।
অ মনরে, গুপ্ত রত্ন অক্ষয় ধন, চায় যদি কারো মন।
আহলে মহব্বত না হইলে, এই ধন কভু ঘটবে না।।
অ মনরে, নফছানী গরজ থাকিলে, হককানী বিনাশ হয় মূলে।
হুশিয়ারীতে বৈঠা ধর, প্রেমিক সাধু যেই জনা।।
অ মনরে, আবদুল আযীয কায়মনে, প্রেম সাগরে বাদাম টেনে।
স্থিরভাবে ধরছে বৈঠা, পাক বাতাসে ঘুরবে না।।