শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৪১

আজ কি হইল হায়, হুকুম পালন করতে গিয়া পড়লাম বিষম দায়।
'নাহনু আকরাবু কালামুল্লা' কোরআনেতে ফরমাইলা।
'ইলাইহে মিন হাবলিল অরিদ' বুঝতে বড় দায়।।
ভিন্ন হইতে শক্তি পাইনা, চিহ্ন করলে প্রাণ বাঁচে না।
ভিন্ন চিহ্ন না পাইলে, কি কেীশলে হুকুম রয়।।
নিজকে নিজে বলি যদি, বেজার হবে মোল্লা কাজি।
অন্ধ চক্ষের বাহার দিয়া, বলবে শরা নয়।।
'নাহনু আকরাব' ফরমাইয়া আযীযকে করেছ দয়া।
নয়ত আযীয কেমনে পাইত বন্ধুর পরিচয়।