শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৩৪

কে আমি তার বুঝ পাইলাম না, ঘটল বিষম যন্ত্রণা।
এই রোগের কি তদবীর আছে, কে জান তা বল না।।
আমি যদি মানব হই, পূর্বে আমি ছিলাম কই?
পূর্ব রূপে মানব হইল, হাদিস পইড়া দেওয়ানা।।
জাতি খবর না জানিলে, রবে জীবন বিফলে।
নিজকে নিজে না জানিলে কোথায় ধর্মের ঠিকানা।।
হিন্দু খ্রিষ্টান মুসলমান, ইয়াহুদ বুদ্ধ ব্রাহ্ম জ্ঞান।
নানা ধর্মে পেচ লাগিল, জাতি ধর্ম চিনলাম না।
হুর গেলমান জ্বীন ফেরেশতা, স্বর্গ নরক আছে আস্তা।।
আমি জাতির কি ব‍্যবস্তা, পাইলাম না তার ঠিকানা।।
সবায় বলে আমি আমি, আমি বলি আমায় তুমি।
বুঝলাম আমি ঠকের স্বামী, ইহার তদবীর মিলে না।।
'আমি খোদা' বলি যদি, হক বলিলে হবে বাদী।
শরা বলে মোল্লা দলে, করবে শূলী ঘোষণা।।
হেকিম ডাক্তার কেউ থাকিলে, কর দাওয়া অসয় কালে।
আমি রোগে আবদুল আযীয হইয়া রইল দেওয়ানা।।