তারের খবর রাখনি এবার। তারে তারে তার মিলিয়া বিনা তারে হয় কারবার।। এই তারে আর ঐ তারে, খোয়াকার ও নিরাকারে। অন্ধকারে নিঘুম রাজ্য, ধন্ধকারে কি বাহার।। আবদুল আযীযে কয়, করলে তারের পরিচয়। নাশ শীল অনাশ হইয়া অক্ষয় জীবন তাহার।।