শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৪০

বুঝলাম তুমি ঠকের গোসাই, বুঝলাম তুমি ঠকের গোসাই।
ভুল বাজারে রং লাগাইয়া প্রেম সমুদ্রে খেলছ লাই।।
তোমার সনে খেলতে গিয়া, প্রেম সমুদ্রে ঝাম্প দিয়া।
ধরা পড়ছ আমার হাতে, এবার আমি ঠক ঠকাই।।
এস এস ঠকছ যবে, দেখবে যদি দেখুক লোকে।
ভুল তামাশা ছুটে যাবে, প্রেম সমুদ্রে খেলবে লাই।।
আবদুল আযীয নাম ধরিয়া, খেলছে তোমায় সাম করিয়া।
দিবি নিশি ভেদ রইল না, এরূপ সুখ আর ভবে নাই।।