প্রভু আমায় পাপী কইর না।
তুমি বিনে আর কিছু নাই, কভু ভিন্ন দেখি না।।
প্রভু হে, ভিক্ষা চাহি তোমার দ্বারে, কেমন করে চিনব তোরে।
আমি বান্দা তুমি খোদা, ডাকলে আদব থাকে না।।
প্রভু হে, নশ্বর মুখে ডাকি যদি, তোমার ইজ্জতের বাদী।
অবিনশ্বর কলবেতে তোমার আছে ঠিকানা।।
প্রভু হে, কলব হইতে জুদা করা, ইহা আমার সাধ্য ছাড়া।
নশ্বর মুখে তোমায় ডাকলে, পাপ বিনে আর কিছু না।।
প্রভু হে, আমল ছুরত কর্ম, ইহা কভু নহে মর্ম।।
কলব ও নিয়তে রাজী হাদিছের ঘোষণা।।
প্রভু হে, 'অহুয়া মাআ কুম, আয়না মা কুনতুম'।
আমি যথা তুমি তথা, আছে বচন রব্বানা।।
প্রভু হে, বন্দেগীতে যদি রাজী, রইল কু আর বে-মোহতাজী?
তোমার জাতে আয়েব লাগলে, পাপে ধরা রবে না।।
প্রভু হে, বেয়াদব হবে যারা, রহমানী নূরানী ছাড়া।
পথ বিহনে পড়ে মারা, প্রেম জোয়ারে ভাসে না।।
প্রভু হে, তোমার নিকট আদব চাই, সদা যেন সাথে পাই।
ভিন্ন হইয়া না থাকিলে, ডাকা ডাকি লাগে না।।
প্রভু হে, আবদুল আযীযে বলে, প্রেম সমুদ্রে ঝাঁপ দিলে।
আশেক মাশুক মিলন হইলে, আমলনামা থাকে না।।