মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২২৮

করাইবা নি আপন পরিচয়।
অচেনা বিদেশে পড়ি, দিনে দিনে আয়ু ক্ষয়।।
বন্ধু, কেমন হকমত পরে, নিরাকারে আকার ধরে।
'খালাকা মিন আলাক' কিরূপেতে হয়।
ত্রিপিনির তিন তারের খেলা, বুঝতে ইচ্ছা এই বেলা।
কৃপা কর অহে কৃপাময়।।
বন্ধু, পরিচয় না হইলে দেশ, অশান্তির অবশেষ,
বিদেশেতে মন না গছয়।
ছিলাম বা কি হইলাম বা কি হব বা কি বুঝি বা কি,
তাহাই রহিল বাকি, অহে দয়াময়।।
বন্ধু, কিবরিয়ার কি বা বাণী, জানতে ইচ্ছা সেই কাহিনী,
সেই সুধার না পাই নির্ণয়।
দেখাইয়া সেই মোকাম, শীতল কর উষ্ণপ্রাণ,
শ্রীচরণে করি সবিনয়।।
বন্ধু, খোদ পরিচয় পাবার আশে, তোতা মিয়া এ বিদেশে,
অশান্তির অনলে দগ্ধ হয়।
পরিচয়ের সম্মিলনে, শান্তি দাও এ দাসের প্রাণে,
নয়ত কর যাহা ইচ্ছা হয়।।