জগৎবাসীরে, বলে দাও আমারে
কোথায় কি দেখেছ মোরে এই ভবের বাজারে, আছি কেমন করে।।
খোদাগঞ্জ হইতে আমি হইনু রওয়ান।
আদমপুরের হাটে মোরে দিশাভঙ্গে ধরে।
পন্থহারা হইয়া গেলাম রছুলপুরের হাটে।
ছয়জন চোরায় চুরি করল বান্ধিল আমারে।
ফিরে যাইতে আপন দেশে আইনে করে মানা।
আত্মসমর্পণ করলাম জগৎপতির ধারে।।
জগৎপতি করবেন রক্ষা, এই ছিল ধারণা।
পতিত পাবন হইয়া ছাড়িলনা মোরে।।
সর্ব স্থানে সর্ব ঘটে যাহার বারাম।
কোথা রেখে আমার মতন বলে দলিল পরে।।
আদমজাদা আবদুল আযীয প্রকাশ করিয়া।
লুকিয়ে রেখে নিজ পুরে যেতে মানা করে।।