কেন চাব তোমায় আমি।
চাহিয়াছ চাহিতেছ ফোরকানে করেছ বাণী।।
উল্টা করে তোমায় চাইলে, আমি যাই কি তব মূলে?
শেরেক করা জায়েজ তবে তোমার কোরআনের খনি।।
উল্টা যদি ভাও হইবে, শরায় ভাও কোথা রবে।
কেবা দোষী কেবা গুণী এবার আমাায় বল শুনি।।
ভাও উল্টা ভাজ করিয়া, খেলায় গেল জীবন বইয়া।
আবদুল আযীয সেই দেশে, যে দেশে নাই চাইতে আমি।।