যাহার কাম তাহার সাজে।
যাহার কাম সে না করিলে, অন্যের কাজ কি আসে কাজে?
সৃষ্টি রক্ষা স্রষ্টা করে, অজ্ঞানেরা ভেবে মরে।
গজব দয়া বুঝে তারে, নিস্কামে কলঙ্ক সাজে।।
গৌহর চিনে শাহ হলে, ফুলে মধু খায় বুলবুলে।
না বুঝিলে রইলে ভুলে, বোঝা নিয়া শির মাঝে।।
ফুল বাগান হইতে মালি, সময় মত ফুল তুলি।
বিনা সুতায় গেঁথে মালা, বন্ধের গলে রেখে সেজে।।
আবদুল আযীযে কয়, ফুল তোলা সামন্য নয়।
কলি ফুল তুলিয়া নিলে, ফুলে কি আর বাগান সাজে?