শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৫১

অ মন, বল না আমায়, রোজ কেয়ামতের তুমি করছনি উপায়।।
'এজা জুলজেলাতেল আরদ জিলজালাহা, অ আখরাজাতেল আরদ
আছকালাহা, অ কলাল ইনছানু মালাহা'।
মানব বলিবে তখন এ কি হইল হায়।।
এমন জলজলা হবে, ফাটিবে জমিন।
ঝারার চোটে ছিড়ে পড়বে পেটের বাচ্চায়।।
জমি হইতে বাহির হইবে আন্দরে যা আছে।
আছমান জমি উড়িয়া যাবে মিলিয়া হাওয়ায়।।
কেয়ামত জলজলা জান মউত সময়।
মরণের ভেদ যারা করিয়া না লয়।।
জলজলাতে বদন জমিন চারিভাগে যায়।
বদন হইতে রুহু তখন উড়িয়া পালায়।।
কি হইল কি হইল বলি কান্দেন সবায়।
দাফনাইয়া বরজাক করে হাশরে পাঠায়।।
প্রলয় হল সব গেল কি করি উপায়।
আত্মীয় কুটুম্ব যত, কেহ সাথী নয়।।
'লাম ইয়ালিদ অলাম ইউলাদ' তৌহিদ ফরমায়।
বে মুহতাজ আল্লা তায়ালা, কুলহু আল্লায় কয়।।
কেয়ামত হইলে তোমার সঙ্গী কেহ নয়।
নিজগুণ বিকাশিবে জানিবা নিশ্চয়।।
রোজ কিয়ামতের ভেদ রহিল গোপনে।
মুর্শেদ চরণে ইহার ভেদ পাওয়া যায়।।
আবদুল আযীযে বলে বুঝা বড় দায়।
যে বুঝিল সাধন গুণে পার হইয়া যায়।।