লোকের কথায় লাগে ধাঁধা।
জগৎজোড়া আছেন যিনি, সে কি সৃষ্টি হইতে জুদা?
ভুল ভাবিয়া দিন কাটিলে, ভুলের ফল কি আসল মিলে?
গায়ের আল্লাহ শক্তি বটে, নিগুমেতে আছেন খোদা।।
দেহ প্রাণ একই দেশে, দেহ চলে প্রাণ আদেশে।
ইঙ্গিতে চালনা করে, যেন প্রাণ দেহের খোদা।।
আবদুল আযীযে কয়, সত্য কখন মিথ্যা হয়?
এশকানলে সব পোড়াইলে, সোহাগ পেলে ছুটে বাঁধা।।