সই গো, বন্ধে জানে কি লুকি
ভক্তজনে পাইল তারে গো, অভক্তের দেয় ফাঁকি।।
সখি গো, দিল্লী শহর বাড়ি ঘর, ঢাকায় থাকে নিরন্তর
নিত্য করে ঠমকি ঠমকি।
'ইল্লাল্লাতে' রূপ ধরিয়া গো, 'লাইলাহাতে' দেয় লুকি।।
সখি গো, উল্টাইয়া দিলে ঢাকা, শ্যাম বন্ধুয়ার পায় দেখা
চোখ বাজারে করে ঝিকিমিকি।
বল্লাহুকে সৌদামিনী গো, ক্ষণে ক্ষণে দেয় উকি।।
অনুরাগের ফাঁদ পাতিয়া, রংপুরেতে থাক বইয়া
রূপ নেহার মুদিয়া আঁখি।
মনচোরা পড়বে ধরা গো, বাইদ্দায় ধরে বন পাখি।।
সখি গো, কুমিল্লায় দিয়াছে ধরা, দেখবি যদি আয় গো তোরা
চেয়ে ল গো খুলি দিব্য আঁখি।
আবদুল আযীয নাম ধরিল গো, কে বুঝিবে এই ফাঁকি।।
সখি গো, তোতা মিয়া পড়ল ফেরে, ঠিকানা হয় জগৎপুরে
ভক্তিহীন বড় পাতকী।
মুর্শেদ প্রেমে মন দিয়া গো, লোক সমাজে কলঙ্কি।।