শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৪৪

শুন বাছা রসুল কোথায় থাকে।
না চিনিলে না বুঝিলে সাফি পাবে কাকে।।
'মান আরাফা' হাদিস পড়, 'কুলহু আল্লা' ফোরকান ধর।
কে কাহাকে বলতে কহে চিনিয়া লও তাকে।।
জানে তনে যোগ থাকিলে, দুই এক শক্তি মূলে।
আমি তুমি আলাপ চলে জেইন রুহু আজিম তাকে।
রুহু আজিম জেইন খোদা, রুহু কুদ্দুস রাসুল পয়দা।
রুহু নফছ তনে নবী, কুলহু আল্লার ফাঁকে।।
তন শিষ‍্য রুহু রাসুল, মুর্শেদ কল্পবৃক্ষের মূল।
সে তরুতে যে ফল ফলে খোদা তথায় থাকে।।
মুর্শেদ রূপ প্রকাশিয়া, রাসুল থাকেন ছাপিয়া।
প্রেমে মুগ্ধ থেকে খোদা লুকিয়ে রাখেন তাকে।।