বাছা শুন শরা গোপনী।
অলাস্তু বেরাব্বেকুম, মারেফাতের খনি।।
অলাস্তু বেরাব্বেকুম খোদে খোদার বাণী।।
স্বজাতি ও সম শক্তি বলে বালা বাণী।।
অলাস্তু বেরাব্বেকুম বালাতে আজম হল।
ফানা বাকায় নাম রাখিয়া শরীয়তে মানি।।
গুরু শিষ্য তেন মত মারেফাতের মানি।
গুরু বাকা শিষ্য ফানা বালা বয়েতখানি।।
আবদুল আযীয বলে বাছা, শান্ত রাখ মতি।
আত্মার সঞ্জাম কর জানিয়া বাতেনী।।