শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৬৮

এশকে কি খঞ্জরনে মুঝকো পারা পারা কার দিয়া।
মাহবুবে হোছনে জামালকো, ম‍্যায় দেওয়ানা বানগিয়া।।
সমঝা দে জামাল মুঝকো, আয় মাহবুবে কিবরিয়া।
তোমহারে এশকে কি খাতের, জগ বেগানা বানগিয়া।।
দিদার কি শরবত পিয়া কার, লা মউত কি এন্তেজার।
এন্তেজার আসাদ্দু মউত, মুঝপর গালেব আ গিয়া।।
সব গিয়া ত কুছ পরওয়া নেহি, যব তু লা শারীক কারীম।
আবহায়াত কি তামান্না মে, খেলওয়াতে আযীয রাহগিয়া।।