শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৮৫

আমি কেমনে পূজিব তোমায়।
তোমার পূজা করতে এসে দেখিতে পাই আমি আমায়।।
পূজা করা দায় হইল, পূজন শক্তি কোথায় গেল।
বিষম ফেরে পড়লাম ভবে, লয় না শরায় বিনা পূজায়।।
মোস্তফা মুর্তুজা গুণে, পাক পাঞ্জাতনের ভুবনে।
দয়া কর সেই কারণে, হালে মাজুর নিয়া শরায়।।
আবদুল আযীয জেনে শরা, অকূলে পড়েছে ধরা।
কিসে হবে নড়াচড়া, পূজতে হল স্ব-প্রতিমায়।।