শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১২৯

কি চাহিব তোর দরবারে এবার।
চাহিয়াছ তুমি মোরে চাহিতেছ অনিবার।।
আমায় যদি চাহি আমি, কি চাহিবে বিশ্ব স্বামী।
চাহিবারে এসে দেখি, বিরাজ করে প্রাণ আমার।।
জিব্রাইল মুন্তাহা ছুইলে, ফুটে নাম রং মহলে।।
মিষ্টভাষে আলাপ চলে মনোভাব আবিস্কার।।
চাহিবারে এসে এথা, পাইলাম না তার মাতাপিতা
কুমিল্লা বেনামী ছলে আবদুল আযীয এস্তেহারে।।