অপার কুদরতের খেলা কে করে নির্ণয়।
ডাইন দেখাইয়া বায় মারিলে, না বুঝিলে বিপদ হয়।।
বনবাসের হাজেরা, জল বিহনে আত্মহারা।
দৌড়িলেন ছাফা মারওয়া শিশু পদে জল উদয়।।
আফাক দেশে তালাশিলে, আরবে 'জমজম' মিলে।
পিপাসিগণ আবে কৌছর মন আনন্দে প্রাপ্ত হয়।।
আনফুছে কৌছরের পানি, দুই পর্বত মধ্যে খনি।
তালাশ করে যোগী মুণি হাজেরাতে পূরণ হয়।।
সে কেমন কারিগর, সামনের দন্ত তলোয়ার।
রুটি কাটি কুটি বারে, দু পার্শ্বে কল বসান হয়।।
পানি বিনে বাটনা হয় না, জিভের নীচের কূয়া খানা।
ওজন মত পানি দিলে বাটনা কাম সিদ্ধ হয়।।
ক্ষুধার্ত চম্বুক হইয়া, নকিব দিল পাঠাইয়া।
জল বিহনে নাও চলে না, জমজম কূপের সাহায্য লয়।।
যাচনদারে মাল যাচিয়া, মাল গুদামে দেন পৌছাইয়া।
তাতে রক্ত মাংস হইয়া সৃষ্টি কৌশল পরিচয়।।
এমন হেকমতের সাই, মিছাল দিতে কিছু নাই।
'আলা ছুরাতিহি' বলে নবী হাদিস কয়।।
আবদুল আযীযে কয়, রসিক বিনে বুঝা দায়।
অরসিক পিঞ্জিরার পাখি ছটফটিতে সদা রয়।।