মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৩০

মুর্শেদ, আরজ আমার,
ছায়েলের প্রতি দয়া কর না একবার।
তুমি দয়া না করিলে অ, কে আছে দ্বিতীয় আর।।
মুর্শেদ, এ দাসে করেছি আশা, পাব তোমার ভালবাসা,
চরণ তলে রব অনিবার।
সে আশা বিফলে গেল অ, কে আছে পুরাইতে আর।।
মুর্শেদ, কোরআনে পাইয়াছি ঠার, 'ছায়েলুন ফালা তানহার'
সেই ঠার বিশ্বাস আমার।
মাটির মুখে কি চাইব অ, তুমি দিলের অধিকার।।
মুর্শেদ, স্বর্গ সুখের নাই বাসনা, তোমা ভাবে দিল দেওয়ানা,
জানাইবার না হয় দরকার।
'লাতিফুন খাবীর' তুমি অ, জানি আমি অনিবার।।
মুর্শেদ, অধঃ হস্ত ছায়েল আমি, উর্ধ্ব হস্ত দাতা তুমি,
করিম গুণের নাহি পারাপার।
নিজ গুণের ইজ্জত করি অ, পুরাও আশা এ বান্দার।।
মুর্শেদ, রহমতের দরজা মাঝে, তোমার ভিখারী সেজে,
তোতা মিয়ায় আছে এন্তেজার।
এন্তেজার আসাদ্দু মউত অ, চরণ ভিক্ষা দেও এবার।।