শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২১৯

ফাযকুরুনী আজকুরুকুম, করিলা প্রচার।
কে কাহার করে জিকির, কর না বিচার।।
মনরে, তোমার জিকির আমি করলে, কি সম্মানে তুমি রইলে।
তোমার হুকুম কোথা রইল, প্রভু হে আমার।।
মনরে, লা তুহাররেকু সিজারাতান, পত্র নাহি হেলে কখন।
ইল্লা বি ইজনিল্লা, পাইলে নড়াচড়া তার।।
মনরে, লাইলাহাতে কিছু নাই, কাকে হুকুম কর সাঁই।
গোলমাল বাজাইয়া দিলে বচনে তোমার।।
মনরে, তোমায় তুমি হুকুম কর, আমি কে, তার বিচার কর
অবিচারে ফাঁক দিও না, কছম আমার।।
মনরে, বনী আদম সুসম্মানী, বলিয়াছ কাদের গনি।
খুবসুরতে আদমজাদা ফোরকানে প্রচার।।
মনরে, হুকুম নাহি মানি যদি, অপার হইল বদি।
জাহিরীতে হুকুম সোজা, গোপনেতে ঠার।।
মনরে, আবদুল আযীয মাতোয়ারা, তোমার প্রেমে মজে সারা।
তোমার জীবনে খাড়া, কালেব তাহার।।