শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১২৬

হায়রে স্বপনে ঘোড়ায় চড়া।
দৌড়াইয়া স্বপনের ঘোড়া হয়না জীবন সারা।।
স্থির হইয়া থাক তুমি স্বপ্নে না মজিয়া
প্রাণ বন্ধু নিয়ে বুকে মনে মনোয়ারা।।
লোক ভক্তির ফান্দে যদি আটকাইয়া পড়িবে।
নিস্কাম পিরীতি রাজ‍্যের পথে কাঁটার বেড়া।।
হুশিয়ারীতে ধর বৈঠা ঢেউয়ের ফাঁকে ফাঁকে
সতর্কবাণীতে আজি আযীযের ধারা।।